চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা ব্যবসায়ীর ৫ বছর কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় এক ইয়াবা ব্যবসায়ীকে ৫ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ শওকত আলী আসামীর অনুপস্থিতিতে কামাল মন্ডল (৪২) নামে মাদক ব্যবসায়ীকে ৫ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দেন দিয়েছেন।

দন্ডপ্রাপ্ত কামাল মন্ডল জেলার শিবগঞ্জ উপজেলার উত্তর উজিরপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। একই রায়ে তাকে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

১ হাজার ৪০৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অপরাধে কামাল মন্ডলকে ওই সাজা প্রদান করেন আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরনীতে জানা গেছে, ২০১৮ সালের ১০ জানুয়ারী বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা বোগলাউড়ি ঘাট সংলগ্ন একটি ইটভাটা এলাকায় র‌্যাবের অভিযানে ১ হাজার ৪০৫ পিস ইয়াবাসহ গ্রেফতার হয় কামাল।

এ ঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় কামালকে একমাত্র আসামী করে মামলা করেন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের তৎকালীন এস.আই গোলাম সারোয়ার।

মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক ইকবাল হোসেন ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারী কামালকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্যশীট দাখিল করেন।

৮ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত পলাতক কামালকে সাজা প্রদান করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.