চাঁপাইনবাবগঞ্জে ইভিএম এ ভোট প্রদান প্রশিক্ষণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রয়ারী অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ১৫টি ভোট কেন্দ্রে ইভিএমে ভোট প্রদান পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ হয়েছে।
আজ শুক্রবার সকালে শিবগঞ্জ উচ্চ বিদ্যালয় হলরুমে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং এজেন্টদের নিয়ে দিনব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহাবুবুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান। প্রশিক্ষণে ভোটারদের সুবিধার জন্য প্রতিটি ভোট কেন্দ্রে ইভিএমে ভোট প্রদান পদ্ধতি হাতে-কলমে দেখানো হয়।
শিবগঞ্জ পৌরসভায় মোট ভোট কেন্দ্র ১৫টি ও মোট ভোটার ৩২ হাজার ৯৭৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৪’শ ৩২ ও নারী ভোটার ১৬ হাজার ৫৪৭ জন। শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে এই প্রথম ১৫টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.