চাঁপাইনবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পরিদর্শনে নবাগত জেলা প্রশাসক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: মুজিব শতবর্ষ উপলক্ষে দেয়া প্রধানমন্ত্রীর উপহার চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার আশ্রয়ন প্রকল্পের বাড়ি পরিদর্শণ করেছেন সদ্য যোগদানকৃত চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রসাশক এ কে এম গালিভ খান।
তিনি শুক্রবার সকালে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গোঙলপুরে নির্মাণাধীন বাড়ি পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে কথা বলেন। সেখানে অবস্থানরত অসহায় দরিদ্র মানুষদের জীবন যাপনের বিভিন্ন দিকের খোজ-খবর নেন। এসব পরিবারের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সময়মত সমাধানের আশ্বাস দেন নবাগত জেলা প্রশাসক।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসীন মৃধা, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সুলতানুল ইমাম, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডলসহ অন্যরা। বাড়ি পরিদর্শণকালে নবাগত জেলা প্রশাসক জেলার সকল শ্রেণী-পেশার মানুষের আন্তরিক সহযোগিতাও কামনা করেন।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসক হিসেবে ১৩ জানুয়ারী যোগদান করেন এ কে এম গালিভ খান। তিনি ময়মনসিংহ জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.