চাঁপাইনবাবগঞ্জের সদর ও নাচোলে ইউনিয়ন উপ-নির্বাচন কাল

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১টি ও নাচোল উপজেলার একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর)। নির্বাচনকে সামনে রেখে শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। উপ-নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী এবং নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অনুপনগরে নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. সেরাজুল ইসলাম। ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক এবং ভোটারদের দ্বারে দ্বারে ভোট চেয়ে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অপর বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের জহুরুল হক বিশ্বাস বুলু গণসংযোগ অব্যাহত রেখে তিনিও জয়ের বিষয়ে আশাবাদী। অপর স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের আব্দুল লতিফ মেম্বার তিনিও প্রচারণা চালিয়ে জয়ের আশা করছেন।

এ ইউনিয়নে ভোটার সংখ্যা ৮ হাজার ৮শ ৮৮টি। এ ইউনিয়নে মুলত নৌকার প্রার্থী সেরাজুল আর বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের বুলুর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা সাধারণ ভোটারদের।

অন্যদিকে, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন খাইরুল ইসলাম। অপর প্রার্থী ধানের শীষ প্রতীকের সাদির আহম্মেদ ভুলু। উভয়েই জয়ের ব্যাপারে আশাবাদী।

এ ইউনিয়নে ২৮ হাজার ৮’শ ১৮ জন ভোটার। জেলায় ২টি ইউনিয়নে উপ-নির্বাচন বিষয়ে জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, ২০ অক্টোবর সদর উপজেলার চরঅনুপনগর ও নাচোল উপজেলা ফতেপুর ইউনিয়নে উপ-নির্বাচন হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

উল্লেখ্য, চরঅনুপনগর ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুল ইসলাম বাচ্চু ও ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান ইসরাইল হক এর মৃত্যুতে চেয়ারম্যানের পদ দু’টি শুন্য হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.