দুর্নীতির মামলার গোদাগাড়ী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান কারাগারে


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ৭২ লক্ষ টাকা অত্মসাতের দুর্ণীতির মামলায় গোদাগাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানকে জেল হাজতে পাঠিয়েছে বিজ্ঞ আদালত।

আজ সোমবার (১৯ অক্টোবর) রাজশাহী জেলা ও দায়রা জজ মীর শফিকুল ইসলাম দূর্ণীতির দায়ে আব্দুর রহমানকে জেল হাজতে প্রেরণের এই নির্দেশ দেন। অধ্যক্ষ আব্দুর রহমান চাঁপাইনবাবগঞ্জ শহরে বসবাস করেন।

মামলা সুত্র জানায়, ২০১৮ সালে গোদাগাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ উমরুল হক অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র স্পেশাল ট্রাইবুনাল ও রাজশাহী দায়রা জজ আদালতে মামলা করেন (মামলা নং ৭/২০১৮)

বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে দুদক রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের উপর তদন্তের আদেশ দেন। রাজশাহী জেলা দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারি পরিচালক মো. আলমগীর হোসেন মামলাটি তদন্ত করেন।

তদন্ত প্রতিবেদনে অধ্যক্ষ আব্দুর রহমান কলেজ একাউন্টের ৭২ লক্ষ ৪২ হাজার ৭৩০ টাকা অতœসাতের বিষয়টি প্রমাণ হয়। এদিকে, অধ্যক্ষ আব্দুর রহমানের শ্যালক সেলিম হাসান অন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকলেও গোদাগাড়ী কলেজে তার পূর্বের যোগদান বহাল রাখেন। তাকে সরকারি কলেজের শিক্ষক করার মানসে সেলিম হাসানের কাগজপত্র ডিজিতে পাঠান অধ্যক্ষ আব্দুর রহমান।

এছাড়াও, তিনি মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক তারেক আজিজকে নিয়োগ দেওয়ার জন্য চেকের মাধ্যমে ৯ লক্ষ নেয়ার ফলে দুদকের তদন্তে আব্দুর রহমানের ঘুষ নেবার বিষয়টি প্রমাণিত হয়েছে।

অন্যদিকে, বাংলা বিভাগের প্রভাষক মনিরুল ইসলামের নিকট হতে ৮ লক্ষ টাকা ঘুষ গ্রহণ করেছে মর্মে মনিরুল ইসলাম ফৌজদারি কার্যবিধি ১৬১ ধারায় দুদকের নিকট জবানবন্দি দিয়েছেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.