চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারতীয় কচ্ছপের হাড়সহ আটক-৩


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্ত থেকে ভারতীয় কচ্ছপের হাড়সহ ৩ জনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা।
আজ শনিবার সকাল ১০টা হতে ১টা পর্যন্ত ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমির হোসেন মোল্লার নেতৃত্বে একটি দল সীমান্ত পিলার ১৯৪/৩ এস হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কুমিরজান গ্রামের এক বাড়িতে অভিযা ১৩৫ কেজি কচ্ছপের হাড় উদ্ধার করে।
এসময় কুমিরজান গ্রামের মৃত এতাজ উদ্দীনের ছেলে বাড়ির মালিক মোঃ রফিকুল ইসলামকে আটক করা হয়। তার দেয়া তথ্যমতে মালামাল বহনে সহযোগী চামুচা গ্রামের আজিম উদ্দীনের ছেলে মোঃ আল আমিন (২২) ও একই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে মোঃ মনিরুল ইসলাম (২০)কে আটক করা হয়। তবে মুল আসামী চামুচা গ্রামের বাবুল হোসেনের ছেলে ইদুল (২২) আটক করতে পারেনি ৫৯ বিজিবি। ৫৯ বিজিবি জানায়, উদ্ধার হওয়া ১৩৫ কেজি কচ্ছপের হাড়ের সিজার মূল্য ২ কোটি ২ লক্ষ ৫০ হাজার টাকা।
আটককৃত কচ্ছপের হাড়সহ ধৃত ও পলাতক আসামীদের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে প্রেসব্রিফিং এ জানান, বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রেস ব্রিফিংকালে সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বিজিবি এম এসসহ ব্যাটালিয়নের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.