চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে ৫৯ বিজিবি’র কষ্টি পাথরের মূর্তি উদ্ধার


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ১৬ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মুর্তি উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা।

রহনপুর ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি কষ্টি পাথরের মূর্তি আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারী) দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে অত্র ব্যাটালিয়নের আজমতপুর বিওপি হতে জেসিও নায়েব সুবেদার মোঃ আব্দুল বারিক এর নেতৃত্বে টহল দল নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১ হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোল্লাটোলা নামক স্থান হতে ১৬.৫ কেজি ওজনের ০১টি কষ্টি পাথরের মূর্তি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

যার সিজার মূল্য- ১৬ লক্ষ ৫০ হাজার টাকা। উদ্ধার হওয়া কষ্টি পাথরের মূর্তি সংরক্ষনে যথাযথ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.