চলনবিলের পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে আলোচনা সভা

নাটোর প্রতিনিধি: চলনবিলের পাখি ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা হয়েছে। বুধবার দুপুরের নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে এই সভার আয়োজন করে বন অধিদপ্তর, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহী।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান এর সভপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, ওয়াইল্ড লাইফ সুপার ভাইজার সরোয়ার হোসেন খান, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মহসিন আলম, কলম প্রকৃতি ও পরিবেশ রক্ষা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক হারুন অর রশিদ প্রমূখ।
সভায় বক্তারা চলনবিলে জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব আরোপ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.