চবিতে উত্তেজনা ,ছাত্রলীগ ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ২৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ

চট্টগ্রাম প্রতিনিধি:  ছাত্রলীগের ৬ কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে বিক্ষোভ করছে ছাত্রলীগের একাংশ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় গামী সকল শাটল ট্রেন এবং শিক্ষক বাস আটকে দিয়েছে তারা।

পুলিশ প্রশাসন বিশ্ববিদ্যালয়ের গেইট খুলতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ লেগে যায়। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। আজ রোববার সকাল পৌনে ১২টায় সংঘর্ষ শুরু হয়।

পরে পুলিশ তাদেরকে পাল্টা ধাওয়া করে ২৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

আজ সকাল থেকে চলা বিক্ষোভ কর্মসূচির কারণে বেশিরভাগ বিভাগেই ক্লাস হচ্ছে না। ৩১ মার্চ আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়।

ঘটনার পর দুটি হলে তল্লাশি চালিয়ে দেশিয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। আটক করা হয় ছাত্রলীগের ৬ কর্মীকে। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দেয় পুলিশ।

সেই মামলা প্রত্যাহার ও আটককৃতদের মুক্তির দাবিতেই বিক্ষোভ করছে ছাত্রলীগের একাংশ।

সং বাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি স.ম.জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.