চতুর্থ ডোজ আগে পাবেন ৬০ বছরের বেশি বয়সীরা : স্বাস্থ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার চতুর্থ ডোজ আগে ৬০ বছরের বেশি বয়সীদের দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব এইডস দিবসের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের হাতে টিকা আছে। প্রধানমন্ত্রীর সঙ্গে চতুর্থ ডোজ টিকা দেওয়ার ব্যাপারে কথা হয়েছে। এ ছাড়া এ ব্যাপারে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটিরও সম্মতি আছে।
এ সময় তিনি সতর্ক করে বলেন, চীন ও জাপানসহ বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। যদিও আমাদের দেশে সংক্রমণের হার তুলনামূলকভাবে অনেক কম এবং মৃত্যুও ৩০ হাজারের কম। আমরা একটি মৃত্যুও চাই না।
প্রসঙ্গত, বুধবার (৩০ নভেম্বর) করোনা টিকার চতুর্থ ডোজ প্রয়োগের সুপারিশ করেছে সরকারের কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বলেন, সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি ও গর্ভবতীদের করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে কারিগরি পরামর্শক কমিটি। সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে শিগগিরই কার্যক্রম শুরু করবে।
চতুর্থ ডোজের জন্য পর্যাপ্ত টিকা আছে বলেও জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.