চট্টগ্রাম নগরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়েছে ৮১ বসতঘর

চট্টগ্রাম ব্যুরো: আজ রোববার দিবাগত রাত ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে নগরের অক্সিজেন রেল গেট এলাকায় জসিম কলোনির ৪০টি ও রহিম কলোনির ৪১টি , দুটি কলোনির ৮১টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আনুমানিক ২০ থেকে ২৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার হয়েছে ।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আজ রোববার দিবাগত রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগ্রাবাদ, চন্দনপুরা ও বায়েজিদ স্টেশনের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক জসিম উদ্দিন বিটিসি নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.