ঘামের দুর্গন্ধ দূর করার উপায়

বিটিসি নিউজ ডেস্ক:  রম বাড়তে শুরু করেছে। গরমকালে কমবেশি সকলেই ঘামেন । অতিরিক্ত ঘাম ও ঘামের দুর্গন্ধের কারণে অনেকেই ভোগেন বিড়ম্বনায়।

 

ঘাম ও এর দুর্গন্ধ দূর করার কিছু সহজ উপায়:

# গোসলের পানিতে কয়েক ফোঁটা গোলাপজল কিংবা ফিটকিরি মিশিয়ে নিন। এতে ঘামে দুর্গন্ধ হবে না।

# শরীরের যেসব স্থানে ঘাম বেশি হয় সেসব স্থানে গোসলের আগে আলুর টুকরা ঘসে নিন।

# টমেটোর রস শরীরের টক্সিন দূর করে। তাই প্রতিদিন টমেটোর রস খান।

# পায়ের পাতার দুর্গন্ধ দূর করতে এক মগ পানিতে একটি আস্ত লেবুর রস মিশিয়ে পা ধুয়ে নিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.