পাহাড়তলী রেলওয়ে ওয়ার্কশপের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ১২ জন

চট্টগ্রাম ব্যুরোআজ বুধবার সকালে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় রেলওয়ে ওয়ার্কশপে ঝালাইয়ের কাজ চলার সময় ,আগুন লাগার পর তা নেভাতে গিয়ে ব্যবহৃত গ্যাসের প্রভাবে অসুস্থ হয়েছেন ১২ জন। অসুস্থদের মধ্যে ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের সিআরবি রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেডিকেলে ভর্তিরা হলেন- ইব্রাহিম (৩২), রায়হান (২৪), জামাল (৩২), সাইদুল রাসেল (২৬) এবং রিপন ফরিদ (২৭)।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিটিসি নিউজকে বলেন, পাঁচজনের নাক-মুখ দিয়ে গ্যাস ঢুকেছে। শুরুতে তাদের ক্যাজুয়ালটিতে ভর্তি করানো হয়েছিল। পরে বার্ন ইউনিটে নেওয়া হয়েছে। গ্যাসের প্রভাবে শ্বাস ও কণ্ঠনালী ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা চিকিৎসকরা দেখে জানাতে পারবেন।

ওয়ার্কশপের তত্ত্বাবধায়ক ফকির মহিউদ্দিন বিটিসি নিউজকে বলেন, ঝালাইয়ের কাজ করার সময় আগুন লাগলে নেভাতে যান কর্মীরা। আগুন নেভাতে ব্যবহৃত কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রভাবে তারা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের হাসপাতালে নেওয়া হয়েছে। তারা শ্বাসকষ্টে ভুগছেন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.