গ্রুপ পর্ব টপকাতে জার্মানির প্রতিপক্ষ ইউক্রেন

বিটিসি স্পোর্টস ডেস্ক: আসরে ‘এ’ লিগের গ্রুপ ফোরে ইউক্রেনের মুখোমুখি হবে জার্মানি। গ্রুপ পর্বের বাধা টপকাতে ইউক্রেনের বিপক্ষে জয় তুলে নিতে ছক কষছেন জার্মান কোচ জোয়াকিম লো।

আরেক ম্যাচে, সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্পেন। কোচ লুই এনরিকেও মুখিয়ে আছেন গ্রুপ বাধা টপকাতে। দুটি ম্যাচই শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত পৌনে ২ টায়।

গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। তারপরেই এক পয়েন্ট কম নিয়ে জার্মানির অবস্থান। এবার স্পেনকে টপকে শীর্ষস্থানে পৌঁছতে ইউক্রেনের মুখোমুখি হওয়ার অপেক্ষায় জার্মানি।

আগের পর্বে ইউক্রেনের বিপক্ষে ২-১ গোলের জয় নিশ্চয়ই এ ম্যাচে স্বস্তি দেবে জার্মানিদের। নিজেদের শেষ ম্যাচেও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে তারা। যদিও সেই ম্যাচের অনেক খেলোয়াড়ই এ ম্যাচে খেলবে না বলে আগে থেকেই ইঙ্গিত দিয়েছেন কোচ জোয়াকিম লো। ইনজুরি আছে জোনাস হফম্যানের। শঙ্কা আছে রবিন গোসেন্সকে নিয়ে। তারপরও টনি ক্রুস, গ্যান্যাব্রি, কাই হাভার্টজদের নিয়ে জয়ের পরিকল্পনা করছেন লো।

জার্মান কোচ জোয়াকিম লো বলেন, ‘আমি আপাতত অন্য কোন দল নয়, বরং ইউক্রেনকে নিয়ে ভাবছি। কারণ আমি ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে চাই। ইউক্রেনের বিপক্ষে কিভাবে ভালো একটা ফলাফল পাবো সেই পরিকল্পনাই করছি। আমাদের লক্ষ্য একটাই নেশন্স লিগের গ্রুপ পর্বের বাধা টপকানো। আর এজন্য যা যা করণীয় তার সবটাই আমরা করবো।’

একই গ্রুপের আরেক ম্যাচে, স্পেন আতিথ্য নেবে সুইজারল্যান্ডের। যেহেতু গ্রুপে একেবারে শীর্ষে আছে স্প্যানিশরা, তাই জায়গাটা আরো মজবুত করতে চাইবে তারা। আর এজন্য সুইসদের মাঠে সব রকম প্রস্তুতি নিয়েই খেলতে নামবে লা রোজারা।

আগের পর্বে নিজেদের মাঠে সুইজারল্যান্ডকে হারিয়েছে স্পেন। তাই এ ম্যাচে কিছুটা হলেও আত্মবিশ্বাসে এগিয়ে থাকবে তারা। তবে, সুইসদের মাঠে খেলা হওয়ায় বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে কোচ লুই এনরিকেকে।

স্পেনের কোচ লুই এনরিকে বলেন, ‘স্পেনকে একটা ভালো অবস্থানে দেখতে চাই আমি। আর সেটা তখনই সম্ভব যখন ফিফা র‌্যাঙ্কিং এ স্পেন উন্নতি করবে। আর সেজন্য আমাদের শিরোপা জিততে হবে। সে লক্ষ্যেই নেশন্স লিগের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জিততে চাই। সুইজারল্যান্ডের বিপক্ষে সে লক্ষ্যেই প্রস্তুত আমার দল।’

স্পেনের আছে বেশ কিছু ইনজুরি সমস্যা। আলকান্তারা, আনসু ফাতি, মোরেনোদের এ ম্যাচে পাচ্ছেন না কোচ। তবে, রামোস, মোরাতা, তোরেসরা থাকায় কিছুটা নির্ভার থাকবেন কোচ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.