গুড়িগুড়ি বৃষ্টি ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত!

লালমনিরহাট প্রতিনিধি: উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে গতকাল শুক্রবার সকাল থেকে অব্যাহত রয়েছে গুড়িগুড়ি বৃষ্টি ও হিমেল হাওয়া। এমন বৈরী আবহাওয়ার প্রভাবে জনজীবনে নেমে এসেছে বিপর্যস্ত। স্থবির হয়ে পড়েছে ব্যবসা বানিজ্যও।
আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজারে আসা বৃষ্টিভেজা মানুষগুলোকে যবুথবু অবস্থায় দেখা গেছে।
জানা য়ার,  বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। এটির প্রভাবে লালমনিরহাট জেলার সর্বত্র গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) সকাল থেকে শুরু হয়ে আজ শনিবার (২৪ অক্টোবর) বিকেল পর্যন্ত গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে অব্যাহত রয়েছে হিমেল হাওয়া। হঠাৎ করে আবহাওয়ার এমন বিরূপ আচারণে শীত শীত অনুভূত হচ্ছে।
বিরাহীম বৃষ্টিপাতের কারণে বিশেষ কাজ ছাড়া অনেকে ঘর থেকে বের হচ্ছে না। কেউ কেউ নিত্যপণ্য সামগ্রী কিনতে হাট-বাজারে আসলেও বৃষ্টিভেজা শরীরে অস্বস্তিকর অবস্থায় খরচাদি করে যবুথবুভাবে বাড়ি ফিরছে। এর ফলে হাট-বাজারগুলো লোকসমাগম কম থাকায় ব্যবসা বানিজ্যও স্থবির হয়ে পড়ছে।
বিদ্যমান পরিস্থিতি সবচেয়ে বিপাকে পড়েছে রিকশা-ভ্যান চালকরা। বিরূপ আবহাওয়ার মধ্যেও তারা পেটের তাগিদে রাস্তায় বের হয় কিন্তু যাত্রী সংকটের কারণে চাহিদা অনুযায়ী উপার্জন নেই তাদের । ফলে ঠিকমত কিনতে পারছে না নিত্যপ্রয়োজনীয় খরচাদি। খেটে খাওয়া মানুষরা সাময়িকভাবে দুর্ভোগের শিকার হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.