বন্ধ স্কুলের কম্পিউটার ল্যাবে অগ্নিকাণ্ড : ৫ লাখ টাকার ক্ষতি


নাটোর প্রতিনিধি: করোনার কারনে দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয় বন্ধের মধ্যেই নাটোরের বাগাতিপাড়ায় গতকাল শুক্রবার দিবাগত রাতে লক্ষণহাটী স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার ল্যাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে করে পুড়ে গেছে কম্পিউটার সহ যাবতীয় কাগজপত্র।

কলেজের অধ্যক্ষ একেএম শরিফুল ইসলাম লেলিন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ঘটনার দিন ভোর সাড়ে ৪ টার দিকে মুঠো ফোনে তিনি তাঁর প্রতিষ্ঠানে আগুন লাগার বিষয়টি জানতে পারেন।

এরপর তিনি ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ অফিসে বিষয়টি অবগত করেন। ফায়ারসার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনা হয়।

অগ্নিকান্ডের ঘটনায় তার শিক্ষা প্রতিষ্ঠানের সাতটি কম্পিউটার সহ বিএম শাখার ল্যাবরেটরিতে থাকা মূল্যবান কাগজপত্র, চেয়ার, টেবিল, কম্পিউটার ডেস্ক ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে গেছে বলে তিনি দাবি করেন।

ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুর রাজ্জাক বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.