গাজীপুরে হত্যার ৮ বছর পর মূল কিলার গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে হত্যার ঘটনার ৮ বছর পর মামলার একমাত্র আসামীকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। গতকাল সোমবার (২২ মার্চ) গভীর রাতে গাজীপুরের শ্রীপুরের একটি বাড়ি থেকে সোহাগ আহমেদ (৩০) নামে আসামীকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন গাজীপুর সিআইডির বিশেষ পুলিশ সুপার রিয়াজুল হক।
গ্রেফতারকৃত সোহাগ শ্রীপুরে হাফেজ মো: আতিকুল ইসলামকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান ও একমাত্র আসামি।
এর আগে ২০১৩ সালের ২০ জুন গাজীপুরের শ্রীপুরের কেওয়া পূর্ব খণ্ড গ্রামে মাদক সেবনের প্রতিবাদ করলে হাফেজ মো: আতিকুল ইসলামকে মাদকসেবী সোহাগ পিটিয়ে হত্যা করে লাশ পুকুরে ডুবিয়ে দেয়। এ ঘটনায় আতিকুলের মা ঝরনা আক্তার বাদী হয়ে সোহাগ আহমেদকে একমাত্র আসামী করে শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই সোহাগ পলাতক ছিলেন।
গতকাল সোমবার রাতে গাজীপুর সিআইডির সহকারী পুলিশ সুপার আরজু মিয়া ও পরিদর্শক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে সোহাগ আহমেদকে গ্রেফতার করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাজীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.