গাইবান্ধায় ১১৫ পিস ইয়াবাসহ ইয়াবা সম্রাট ও জুয়ারু সহ আটক-১৩   

গাইবান্ধা প্রতিনিধি: সন্ত্রাস, মাদক ও জুয়ার বিরুদ্ধে  বিশেষ অভিযানের অংশ হিসেবে  জেলার পুলিশ সুপার  মুহাম্মদ তৌহিদুল ইসলামের নির্দেশে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধা’র নেতৃত্বে একটি চৌকস দল  সাব ইন্সপেক্টর মোহাম্মদ জহিরুল হক সংগীয় ফোর্সসহ আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায়  ফুলছড়ি থানাধীন কাতলামারী ঝানজাইল প্রাইমারি স্কুল মাঠ সংলগ্ন জুয়ার আস্তানায় অভিযান পরিচালনা করে জুয়ার সরঞ্জামাদি সহ আটক করেন।
আটককৃতরা হলেন:  টিটু মিয়া (৪৫) পিতা-মৃত মফিজুল ইসলাম সোনা মিয়া (৪০) মৃত কাশেম, আবদার আলী (৫০) পিতা মৃত আবুল কাশেম, সুকুমার দাস (৪০) পিতা-মৃত দেবী চরণ, শাহাবুদ্দিন জানু (৩৫) পিতা সুলতান খান সকলের সং কাতলামারী থানা ফুলছড়ি জেলা গাইবান্ধাদের খেলারত অবস্থায় আটক করে।
সেখান থেকে ফেরার পথে গাইবান্ধা সদর থানাধীন বাদিয়াখালী বাজার সংলগ্ন এলাকায়  মিনিটের সময় জুয়া খেলার আয়োজন কালে, মোহাম্মদ শাহিন মিয়া (৩৪) পিং আব্দুল সাত্তার সং রিফাইতপুর, শাহ আলম (৩৫)পিং মুনছুর আলী, মিন্টু মিয়া (৩০) পিং মৃত জব্বার আলী, জাবেদ আলী (৩৫) পিংমৃ কচিমুদ্দিন সকলের সং রামনাথের ভিটা, সাওন (২৯) পিং মৃত বাবলু সং রিফাইতপুর থানা সদর, আরশাদ (২১) পিং )নূরনবী সং ডিমলা পদুম শহর থানা সাঘাটা সকলের জেলা গাইবান্ধা দের আটক করে।
অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানাধীন ডিমলা পদুম শহরে ৩.২৫ মিনিটের সময় মাদক সম্রাট ইয়াবা ব্যবসায়ী পরিবার, রহিম মিয়া (৪২) পিতা সিদ্দিক হোসেন এর বাড়িতে তল্লাশি কালে ইয়াবা ব্যবসায়ী রহিম ও তার স্ত্রী, আরজিনা বেগম (৩৩) এর নিকট ১০০ পিস ইয়াবা উদ্ধার করে।
তাদের দেওয়া তথ্য ভিত্তিতে সাঘাটা থানাধীন শিমুলতাইড় এলাকার ইয়াবা ব্যবসায়ী (মহাজন)’ রাকিব (৩৫) পিতা গোলাম মর্তুজা এর ঘর তল্লাশি করা কালে তার বিছানায় সিগারেটের প্যাকেটের মধ্য হতে ১৫ পিস ইয়াবা উদ্ধারের সময় ঘরের পেছনের দরজা দিয়ে রাকিব সুকৌশলে পালাইয়া যায়।
তাদের বিরুদ্ধে সাঘাটা থানার মামলা নং-১৪ তারিখ (১৮ সেপ্টম্বর) ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) টেবিল ১০(ক)/৪১ দায়ের করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.