গাইবান্ধায় গুলিবিদ্ধ অবস্থায় ১৮ মামলার আসামী গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি:  গাইবান্ধা পলাশবাড়ী উপজেলায় গুলিবিদ্ধ অবস্থায় ১৮ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আল আমিন ওরফে আলাল (৫০)।
 গতকাল শনিবার ২ নভেম্বর  রাতে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের  সাতারপাড়া গ্রামে অভিযান চালিয়ে আলালকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, আলাল মাদক সম্রাট ৫১০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
গ্রেফতারকৃত আলাল পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউপির সাতারপাড়া গ্রামের নজলার রহমানের ছেলে। তার বিরুদ্ধে ১৩টি মাদক, চারটি ডাকাতি ও একটি চুরিসহ ১৮টি মামলা রয়েছে।
গাইবান্ধা ডিবি পুলিশের ওসি মোস্তাফিজার রহমান বিটিসি নিউজকে জানান, পুলিশ পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙা বাজারের মাদক ব্যবসায়ী আল আমিনের বাড়িতে অভিযানে যাচ্ছিল।
সাকোয়া বেইলি ব্রিজের কাছে পৌঁছলে আলালের সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য কনস্টেবল নজরুল ইসলাম ও রবিউল ইসলাম গুরুতর আহত হন।
এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে আলাল গুলিবিদ্ধ হয় এবং অন্যান্য সহযোগী পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.