গাইবান্ধায় অবৈধ ইট ভাটায় অভিযান 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় সদর উপজেলার অবৈধ ও অনুমতি বিহীন নব-নির্মিত ইট ভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শহিদুল ইসলাম। একই সাথে আগামী সাত দিনের মধ্যে ভাটা নির্মাণের সকল সরঞ্জাম সরানোর নির্দেশও দেওয়া হয়।
আজ সোমবার (১০ জানুয়ারি) দুপুরে বোয়ালী ইউনিয়নের খামার বোয়ালী এলাকায় আয়ান উদ্দিনের অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতে এই আদেশ দেন তিনি। এসময় ভাটা মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাসের জরিমানা করা হয়।
এময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট শহিদুল ইসলাম বলেন, এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে ভাটায় অভিযান চালানো হয়। অভিযানে ভাটা স্থাপনের অনুমতি সংক্রান্ত কোনও কাগজ পত্র না থাকায়। ভাটার সহকারী ম্যানেজার রাসেল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ বছরের জেল দেওয়া হয়েছে। এসময় আগামী সাত দিনের মধ্যে ভাটা নির্মাণের সকল সরঞ্জাম সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদি তারা এ নির্দেশ অমান্য করে তবে পরবর্তীতে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.