গাইবান্ধার গোবিন্দগঞ্জ সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে বহুল আলোচিত সাহেবগঞ্জ ইক্ষু খামার আদিবাসী সাঁওতাল বাঙ্গালী প্রান্তিক জনগোষ্ঠির বাপ দাদার পৈত্তিক সম্পত্তি বর্তমান ভোগ দখলে থাকা ৩/৪ ফসলি কৃষি জমিতে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ অঞ্চল বেপজা কর্তৃপক্ষ কর্তৃক শিল্প কারখানা প্রতিষ্ঠা চেষ্ঠার নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে এবং ৬ নভেম্বর/২০১৬ সালে সাঁওতাল পল্লীতে হামলা অগ্নি সংযোগ গুলিতে হত্যা, উচ্ছেদ মামলায় এজাহার ভুক্ত আসামী সহ সকল আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ র‌্যালী ও প্রতিবাদ সভা ও  মানববন্ধন শেষে থানা ঘেরাও কর্মসূচী পালিত হয়েছে।
আজ শনিবার (২১ আগস্ট) সকাল ১০ টার দিকে ৫ কিঃ মিঃ রাস্তা পায়ে হেটে বিক্ষোভ মিছিল সহ পৌরসভার থানামোড়ে বৃষ্টির মধ্যে ভিজে বগুড়া-রংপুর মহাসড়কে প্রতিবাদ সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি মি. বার্নাবাস টুডু’র সভাপতিত্বে উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন, ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক মি.রাফায়েল হাজদা,প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউল ইসলাম, কোষাধ্যক্ষ গনেশ মুরমু, যুব ইউনিয়নের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আরিফুল হক মিজান, আদিবাসী গবেষনা পরিষদের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম।
অনুষ্ঠান পরিচালনা করেন ওয়াহেদুল ইসলাম মিলন সাধারন সম্পাদক ক্ষেত মজুর সমিতি। এ সময় উপজেলা প্রশাসন তাদের কঠোর নিরাপত্তা প্রদান করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.