গাইবান্ধায় পিস্তল-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা পৌর শহরের সুন্দরজাহান মোড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ইলিয়াস উদ্দিন ওরফে ইংলিশ মেম্বর (৫৪), সাখাওয়াত হোসেন ওরফে ডাবলু (৪২) ও শাহীন আলম (৩২)।
পুলিশ সুপার (এসপি) মো. কামাল হোসেন জানান, শুক্রবার (৮ সেপ্টেম্বর) ওই এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি। এ সময় বাস ডাকাতির প্রস্তুতিকালে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, একজোড়া হ্যাণ্ডকাপ, দুটি মোটরসাইকেল ও তিনটি বাটন মোবাইলসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান, পুলিশ পরিদর্শক বদরুজ্জামানসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.