অক্টোবরেই পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সুপ্রিমো ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আগামী অক্টোবর মাসেই পাকিস্তানে ফিরছেন। প্রথমবারের মতো তিনি এ তথ্য নিশ্চিত করলেন।
আজ শনিবার জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্যগত সমস্যার কারণে ২০১৯ সালের নভেম্বর থেকেই স্বেচ্ছায় লন্ডনে নির্বাসনে আছেন নওয়াজ। গতকাল শুক্রবার স্টানহোপ হাউসে তার দলের কর্মী ও সমর্থকদের সঙ্গে পাকিস্তানে ফেরার কথা নিশ্চিত করেন তিনি।
বৈঠকে পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং পিএমএল-এন নেতা চৌধুরী তানভীর, দানিয়াল চৌধুরী, চৌধুরী নাদিম খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে নওয়াজ শরিফের পাকিস্তানে ফেরার বিষয়টি নিশ্চিত। তবে তিনি ঠিক কয় তারিখে ফিরছেন তা এখনো নির্ধারণ করা হয়নি।
এর দুই সপ্তাহে আগে শেহবাজ শরিফ বলেছিলেন, তার বড় ভাই অক্টোবরে দেশে ফিরছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.