গাংনীতে মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে পারিবারিক বিরোধের জের ধরে শাশুড়িকে কুপিয়ে হত্যা করেছে তার মেয়ের জামাই বাদশা মিয়া।
মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদী মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রঙ্গিলা খাতুন করমদী মাঠপাড়ার শওকত আলীর স্ত্রী ও তার জামাতা একই গ্রামের রবিউল ইসলামের ছেলে বাদশা মিয়া।
স্থানীয়রা জানান, বেশকিছু দিন যাবৎ বাদশার স্ত্রী রিনি খাতুন ও তার মায়ের সাথে বাদশা মিয়ার পারিবারিক বিরোধ চলে আসছিল। বিরোধ চরম পর্যায়ে পৌঁছালে মঙ্গলবার রঙ্গিলাকে তার নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করে জামাই বাদশা মিয়া। এসময় বাধা দিতে গেলে স্ত্রী রিনি খাতুনকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে বাদশা।
আহত রিনি খাতুন বর্তমানে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত রঙ্গিলা খাতুনের মেয়ে রিনি খাতুন জানান, বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ লেগেই থাকতো। একারণে বিয়ের কিছুদিন পর স্বামী তাকে তালাক দেয়। এরপর গত ৬ মাস পূর্বে পুনরায় বিয়ে করে সংসার করে আসছিলেন তারা।
নতুনভাবে ঘর সংসার করতে গিয়ে পূর্বের পরিস্থিতির কোন পরিবর্তন না হওয়ায় তার মাকে খুন হতে হলো। মা হত্যার বিচার দাবি করেন তিনি।
নিহতের পরিবার সূত্র জানা যায়, বাদশা কিছু দিন আগে জামিনে জেল থেকে ছাড়া পেয়েছেন। তার বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনসহ বেশ কয়েটি মামলা রয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক বিটিসি নিউজকে বলেন, হত্যাকাণ্ডের পরপরই বাদশা পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়া ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার সূত্র ধরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মেহেরপুর প্রতিনিধি মো. আকবর আলী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.