গনমাধ্যম কর্মীদের সাথে কর্মজীবী নারীর মতবিনিময় সভা


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে গনমাধ্যম কর্মীদের সাথে কর্মজীবী নারী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) প্রাকটিক্যাল অ্যাকশন ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগীতায় মর্যাদাপূর্ণ জীবন প্রকল্পের আওতায় এবং কর্মজীবী নারী সংগঠনের আয়োজনে শহরের স্টেডিয়ামের সামনে রেডি ট্রেনিং সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, একটি অংশগ্রহণমূলক ও সার্বজনীন নগর পরিচালনায় পরিস্কার-পরিচ্ছন্ন কর্মীদের ব্যাপক ভূমিকা রয়েছে।

তাই একটি নগর পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিচ্ছন্নতা কর্মীদের মূল্যায়িত করতে হবে, তাদেরসহ কাজকে সম্মান জানাতে হবে, তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করতে হবে। তাহলেই একটি সুন্দর পরিস্কার-পরিচ্ছন্ন নগর বা পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে।

সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের কর্ম-পরিকল্পনা তুলে ধরেন প্র্যাকর্টিক্যাল এ্যাকশানের প্রকল্প কর্মকর্তা রাজীব কুমার রায়। এসময় অন্যান্যের মধ্যে সাংবাদিক নিহার রঞ্জন সাহা, সাংবাদিক আহসানুল করিম, সাংবাদিক মাইনুল ইসলাম সাংবদিক শওকত আলী বাবু, সাংবাদিক আরিফল ইসলাম ু কর্মজীবী নারীর ফিল্ড ফ্যাসিলেটেটর শেখ রুবেল আহম্মেদসহ জেলা শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.