বাগেরহাটে আর্থিক প্রতিষ্ঠান ও অপরাজিতাদের মতবিনিময়


বাগেরহাট প্রতিনিধি: নারীর রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি অর্থনৈতিক ক্ষমতায়নে বিভিন্ন সরকারী বেসরকারী আর্থিক প্রতিষ্ঠানের করনীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে এনজিও সংস্থা রুপান্তরের আয়োজনে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য স্টেকহোলডার সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রুপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, মহিলা বিষায়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা, বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মোঃ গোলাম রসুলসহ প্রমুখ।

এছাড়াও সভায় বাগেরহাটের ৪টি উপজেলার রুপান্তরের অপরাজিতা গ্রুপের নারী সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীর ভূমিকা, অগ্রগতি ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে একজন নারী কি ভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.