গত ৭২ ঘণ্টায় ছয়টি জাহাজে হামলার দাবি হুথিদের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: এডেন উপসাগর এবং লোহিত সাগরে গত ৭২ ঘণ্টায় জয়টি জাহাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠী। মঙ্গলবার (২৬ মার্চ) এক বিবৃতিতে এ দাবি করেছে হুথিরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া দাবি করেছেন,মার্কিন বা ব্রিটিশ হিসেবে চিহ্নিত করার পর মারেস্ক সারাতোগা, এপিএল ডেট্রয়েট, হুয়াং পু ও প্রিটি লেডি নামের জাহাজগুলোতে হামলা চালিয়েছে তারা।
সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার জাহাজ এপিএল ডেট্রয়েট এবং প্রিটি লেডি মাল্টারপতাকাবাহী পণ্যবাহী জাহাজ। মার্কিন অর্থায়ানে পরিচালিত মারেস্ক সারাতোগা কার্গো জাহাজটি মার্কিন প্রতিরক্ষা বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ইউএসএইড ও অন্যান্য সরকারি সংস্থার জন্য রসদ সরবরাহ করে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.