গত ২৪ ঘন্টায় খুলনায় রেকর্ড পরিমান ১৩৩  জন করোনা পজেটিভ, উপসর্গে মৃত্যু ৭

খুলনা ব্যুরো: গত ২৪ ঘন্টায় খুলনায় রেকর্ড পরিমান  ১৩৩ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এছাড়া সর্বোচ্চ সংখ্যক ৭ জনের মৃত্যু হয়েছে করোনা সাসপেকটেড আইসোলেশন  ওয়ার্ডে। এই নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮০৫ জন।
গতকাল শুক্রবার (১৯ জুন) রাতে খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও সিভিল সার্জনের দপ্তর থেকে এ তথ্য জানা গেছে।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গতকাল শুক্রবার খুমেকের পিসিআর ল্যাবে ৩৭৭ টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ৩৫৮ টি। এর মধ্যে ১৪০ টি রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে ১৩৩ জনই খুলনা জেলার। এছাড়া যশোরের ১ জন, নড়াইলের ২ জন, বাগেরহাটের ৩ জন, পিরোজপুরের ১ জন রয়েছেন।

খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমদে বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত খুলনায় করোনা রোগীর সংখ্যা ছিল ৬৭২ জন। সন্ধ্যায় খুমেকের ল্যাবে আরো ১৩৩ জনের করোনা শনাক্ত হলো। এই নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮০৫ জন।

এছাড়া সর্বোচ্চ সংখক ৭ জনের মৃত্যু হয়েছে করোনা সাসপেকটেড আইসোলেশন  ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায়।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, নগরীর খালিশপুর থানার কাশিপুরের মৃত আব্দুল গনি সরদারের স্ত্রী জরিনা বেগম (৬০)  রূপসা উপজেলার টিএস বাহিরদিয়া ইউনিয়নের খাঁজাডাঙ্গা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে মো. আলী (৬০), নড়াইল জেলার কালিয়া থানার পুরুলিয়া গ্রামের মৃত নিতাই এর ছেলে কার্তিক (৪০), খুলনা মহানগরীর সদর থানার ৫নং ঘাটা এলাকার মোঃ আহমেদের পুত্র  জামশেদ আলম(৬০), যশোর অভয়নগরের বাবুল ফরাজির স্ত্রী রুমা বেগম (৩৫)।
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার মোহাম্মদনগরের বাসিন্দা মফিজ উদ্দিন আহমেদ এর ছেলে নাসিম আহমেদ (৬০) এবং
৩০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ তারু’র  (৬৯) করোনা সাসপেকটেড আইসোলেশন  ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.