খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান টুনুর মৃত্যুতে রাসিক মেয়র লিটনের শোক প্রকাশ

শোক বার্তা: খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান টুনু (বীর প্রতীক) এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি। শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মেয়র।

শোক বার্তায় মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘একাত্তরের রণাঙ্গনের অকুতোভয় যোদ্ধা রাজশাহীর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান টুনু। তাঁর মৃত্যুতে জাতি একজন গর্বিত সূর্য সন্তানকে হারাল। মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য সরকার তাঁকে বীর প্রতীক উপাধীতে ভূষিত করেন।

দেশমাতৃকার মুক্তিসংগ্রামে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

উল্লেখ্য, গতকাল রোববার আনুমানিক রাত ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বদিউজ্জামান টুনু (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.