খুলনা বিভাগে ১০ জেলায় কোয়ারেন্টাইনে রয়েছেন ১১৩৭৩ জন

খুলনা ব্যুরো: গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে নতুন করে ৩৭২ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে বিভাগে সর্বমোট ১১ হাজার ৩৭৩ জন কোয়ারেন্টাইনে রয়েছেন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সূত্র জানিয়েছেন, বিভাগের মধ্যে নতুন করে খুলনা জেলায় ১৮ জন, বাগেরহাটে ৪৫ জন, সাতক্ষীরায় ১৫২ জন, যশোরে ৮৩ জন, মাগুরায় ৫ জন, নড়াইলে ৪২ জন, চুয়াডাঙ্গায় ১৫ জন ও মেহেরপুরে ১২ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

এ সময়ের মধ্যে বিভাগে কোয়ারেন্টাইন থেকে ৭৬২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

খুলনা জেলার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, খুলনার উপজেলাগুলোতে সোমবার (৩০ মার্চ)  সকাল ১০টা থেকে মঙ্গলবার (৩১ মার্চ)  সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে দাকোপ উপজেলায় ২ জন, বটিয়াঘাটায় ৪ জন, দিঘলিয়ায় ৩ জন, ডুমুরিয়ায় ৪ জন, পাইকগাছায় ৬ জন, কয়রায়  ১ জন রয়েছে। এ নিয়ে খুলনা জেলায় ১ হাজার ৭৯৬ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হলো।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.