খুলনা আইনজীবী সমিতিতে বিএনপিপন্থিদের নিরঙ্কুশ জয়

 খুলনা ব্যুরো : খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০১৯ সম্পন্ন হয়েছে। এতে বিএনপিপন্থি সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী সেখ নুরুল হাসান রুবা সভাপতি ও মোল্লা মশিয়ুর রহমান নান্নু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহন হয়। এবারও আ’লীগপন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপিপন্থি সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে দু’টি প্যানেলে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সমিতির ১২৭৮ জনের মধ্যে ১১০৪ ভোটার তাদের ভোট প্রয়োগ করেন।

এছাড়া সহ সভাপতি পদে বিএনপিপন্থি সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলের সরদার আব্দুল জলিল ও হালিমা আক্তার খানম, যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম লিটন, লাইব্রেরি সম্পাদক মোঃ হাবিবুর রহমান মালী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জয়দেব কুমার সরকার নির্বাচিত হয়েছেন। সদস্য পদে আব্দুস সোবাহান সরদার, ফারজানা এলিজা, এস এম সাইফুর রহমান সুমন ও মোল্লা হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন। অন্যদিকে আ’লীগপন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের সদস্য পদে তিনজন নির্বাচিত হয়েছেন। এরা হলেন মেহেদী হাসান, বিধান চন্দ্র ঘোষ ও মোসাঃ শাম্মী আক্তার।

নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান ছিলেন এড. এ এম আহমেদ উল্লাহ এবং সদস্য ছিলেন মোঃ লিয়াকত আলী মোল্লা ও বেগম আক্তার জাহান রুকু।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.