খুলনায় ১১ বাড়ি লকডাউন

খুলনা ব্যুরো: নগরীতে প্রতিনিয়তই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এজন্য প্রশাসনের পক্ষ থেকেও করা হচ্ছে বিভিন্ন বাড়ি অবরুদ্ধ (লকডাউন)। জেলা করোনাভাইরাসের সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের আদেশ ক্রমে গতকাল শনিবার (১৩ জুন) নগরীর এমন ১১টি বাড়ি লকডাউন করা হয়েছে।

বাড়ি গুলো হচ্ছে:
# নগরীর সোনাডাঙ্গার ছোট বয়রা মার্কেট রোডের ১০০/২নম্বর বাড়ি,
# সোনাডাঙ্গা মেইন রোডের ৬১/১১ নম্বর বাড়ি,
# সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় ফেজ) ৮ নম্বর রোডের ২১২ নম্বর বাড়ি,
# সোনাডাঙ্গা নাসির সড়ক বাইলেন-১্এর ৭১/১ নম্বর বাড়ি,
# পালপাড়া রোডের ১৬/৩ ও ১৬/৪ নম্বর বাড়ি,
# বকসীপাড়ার ৮ নম্বর বাড়ি,
# বানরগাতি সোহরাওয়ার্দী কলেজ রোডের ১৪/৩ নম্বরের জীবনস্মৃতি ভবন,
# ওমর ফারুক শিশু সদন রোডের ২ নম্বর বাড়ি,
# খালিশপুর দক্ষিণ কাশীপুরের ১৪ নম্বর বাড়ি,
# খালিশপুর নয়াবাটির ১৯ নম্বর বাড়ি, এবং
# ৫/১ নম্বর আলম নগরের তালপাড়ার বাড়ি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.