খুলনায় এলপি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ যুব ইউনিয়ন মানববন্ধন অনুষ্ঠিত 

খুলনা ব্যুরো: এলপি গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ যুব ইউনিয়ন, জেলা কমিটির উদ্যোগে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৮ জানয়ারী) বিকেলে সাড়ে  পিকচার প্যালেস মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি অ্যাড. নিত্যানন্দ ঢালীর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র খুলনা মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মোঃ বাবুল হাওলাদার।

অন্যান্যের মধ্যে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি অ্যাড. চিত্তরঞ্জন গোলদার, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, জাপা নেতা শাহ্ মোঃ লায়েক উল্লাহ, খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, আসক-এর খুলনা বিভাগীয় সভাপতি এম এ কাশেম, টিইউসি’র খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা এস এম চন্দন, টিইউসি নেতা কামরুল ইসলাম খোকন, সচেতন নাগরিক কমিটির শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, যুব ইউনিয়নের জেলা সহ-সভাপতি ধীমান বিশ্বাস, অ্যাড. আজরফ হোসেন মামুন, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, নিতিশ রায়, বাদল রায়, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি উত্তম রায়, ছাত্র ইউনিয়ন নেতা সৌমিত্র সৌরভ, মিঠুন ম-ল, শিমুল ঘোষ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এমনিতেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ প্রায় সকল দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি আকাশচুম্বী। তার ওপর সম্প্রতি পিয়াজ, চাল, তেল, আটা-ময়দা, ওষুধসহ বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধিতে বিশেষ করে স্বল্প আয়ের মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে।

অত্যন্ত উদ্বেগের বিষয় যে, প্রধান জ্বালানী বিদ্যুতের মূল্যও খুব স্বল্প সময়ের মধ্যে বৃদ্ধি করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আকস্মিকভাবে এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি মরার ওপর খাড়ার ঘা। ক্ষমতাসীনদের ছত্রছায়ায় অবৈধ সিন্ডিকেট তৈরি করে অন্যান্যের পণ্যের ন্যায় বেসরকারি কোম্পানিগুলো এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি করেছে।

দুঃখজনকভাবে লক্ষ্য করা গেল সংশ্লিষ্ট প্রশাসন এ ব্যাপারে নীরব। দেশের মানুষ চড়া মূল্যে গ্যাস ক্রয় করছে। অথচ সরকার আশ্চর্যজনকভাবে নামমাত্র মূল্যে ভারতে গ্যাস রপ্তানি করছে, যা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।

বক্তারা এর প্রতিবাদে সচেতনমহলকে প্রতিবাদ ও প্রতিরোধ করার আহ্বান জানান। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের সাথে জড়িতদের অনবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানান।

মধ্যপ্রাচ্যে মার্কিন সম্রাজ্যবাদের চাপিয়ে দেওয়া সম্ভাব্য যুদ্ধ প্রক্রিয়ার নিন্দা জানানো হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.