খুলনার ভৈরব নদে সিমেন্ট বােঝাই কার্গো জাহাজ ডুবি 

খুলনা ব্যুরো: জেলার ফুলতলা উপজেলার শিকিরহাট এলাকায় ভৈরব নদে ৫০০ টন সিমেন্টসহ  কার্গো জাহাজ এমভি একেএম শাহনেওয়াজ ডুবে গেছে। এতে আনুমানিক ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
এমভি একেএম শাহনেওয়াজ এর মাস্টার মোঃ কামাল উদ্দিন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, মুন্সিগঞ্জ থেকে উক্ত সিমেন্ট বোঝাই করে গত ৯ মে নওয়াপাড়ায় আনলোডের উদ্দেশ্যে  শিকিরহাট ঘাটে অবস্থান নেয়। করোনা ও শ্রমিক সংকটের কারণে কার্গো জাহাজের সিমেন্ট আনলোড করা সম্ভব হয় নি।
আজ মঙ্গলবার (২ জুন) সকালে ১৬ হাজার বস্তা  সিমেন্ট বোঝাই এমভি কচুর উল্লাহ ভৈরব নদে তাদের জাহাজ ঘোরাতে গিয়ে এমভি একেএম শাহনেওয়াজকে আঘাত করলে জাহাজটি ক্ষতিগ্রস্থ হয়ে ভেতরে পানি প্রবেশ করে ডুবে যায়। এসময় কার্গোতে ১০ হাজার বস্তা সিমেন্ট ছিল।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এমভি একেএম শাহনেওয়াজ এর মাস্টার মোঃ কামাল উদ্দিন বাদি হয়ে ফুলতলা থানায় অভিযোগ দায়ের করেছে। এখনও পর্যন্ত বিষয়টি তদন্তনাধীন রয়েছে এবং তদন্ত শেষ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.