খুমেক হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীদের বিক্ষোভ 

খুলনা ব্যুরো: কথায় কথায় চাকরী যাওয়ার প্রতিবাদে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মচারীরা আজ বৃহস্পতিবার (১১ জুন) হাসপাতাল চত্বরে বিক্ষোভ করে।
এসময় তারা আধা ঘন্টার মত কর্মবিরতি পালন করে। পরে হাসপাতালের পরিচালক তাদেরকে ডেকে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না এমন আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
হাসপাতালের সাথে সংশ্লিষ্ট সূত্রটি বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানায়, বর্তমান পরিচালক যোগদানের পর থেকেই সরকারি কর্মচারীদের চেয়ে আউটসোর্সিং কর্মচারীদের ওপর বিরুপ আচরণ করে আসছেন। বিশেষ করে সামান্য অজুহাতেই আউটসোর্সিং কর্মচারীদের চাকরীচ্যুত করছেন।
সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগসাজস করে ইতোমধ্যেই অনেককেই চাকরীচ্যুত করে তদস্থলে মোটা অংকের বিনিময়ে নতুন লোক নিয়োগ দেয়া হয়েছে। হাসপাতালের পরিচালকের একজন অঘোষিত ‘বন্ধুর’ কারণেও পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অনেকে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে আউটসোর্সিং কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ দানা বেদে ওঠে।
তাছাড়া আউটসোর্সিং কর্মচারী সরবরাহকারী ঠিকাদারের ইন্ধনে সম্প্রতি একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা দিয়ে তাকে জেল খাটানো হয়েছে। সব মিলিয়ে এক অরাজ পরিস্থিতি বিরাজ করছে।
এমন অবস্থায় আজ বৃহস্পতিবার একজন আউটসোর্সিং কর্মচারীকে চাকরীচ্যুতির ভয় দেখানো হলে কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে জরুরি বিভাগের সামনে বিক্ষোভ করে।
তারা এসময় কাজও বন্ধ করে দেয়। পরে হাসপাতালের পরিচালক ডা: মুন্সী মো: রেজা সেকেন্দার তাদেরকে ডেকে পরিস্থিতি শান্ত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.