খুব দ্রুত ক্ষমতা হারাচ্ছে ওমিক্রণ ভাইরাস

কলকাতা (ভারত) প্রতিনিধি: খুব দ্রুত হারে ওমিক্রণ সংক্রমিত করলেও, দ্রুতই ক্ষমতা হারাচ্ছে এই ভাইরাস।
সাম্প্রতিক ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে এই তথ্য। তথ্যটি ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের এরোসল রিসার্চ সেন্টারের নিবন্ধে প্রকাশও হয়েছে।
বিজ্ঞানীদের দাবি, এই ভ্যারিয়েন্ট বাতাসে মাত্র পাঁচ মিনিটই সক্রিয় থাকতে পারে। পনের মিনিটের মধ্যেই ভাইরাসটির মৃত্যু ঘটছে।
সারা বিশ্বে এই ভাইরাসের চরিত্র নিয়ে চলছে চুলচেরা গবেষণা।কিভাবে এই ভাইরাস বাতাসের সংস্পর্শে এসে মানুষকে কাবু করতে পারে তা নিয়ে বিচারবিশ্লেষণের ক্ষান্ত নেই। তার মধ্যেই ব্রিটিশ গবেষকদের এই পর্যবেক্ষণ আলাদা মাত্রা পাবে বলে মত গবেষকদের।
শুধু তাই নয় বুস্টার ডোজ নিয়েও মতভেদ তৈরি হয়েছে।যাঁরা ডবল ডোজ ইতিমধ্যেই নিয়েছেন এবং ওমিক্রণে আক্রান্ত হয়েছেন তাঁরা উল্লেখযোগ্য ভাবে রোগকে প্রতিহত করার ক্ষমতা অর্জন করছেন। এক্ষেত্রে ওমিক্রণ তাঁদের বুস্টার হিসেবেই কাজ করছে বলে ধারনা। যদিও এখনও কিছু পর্যবেক্ষণ বাকি আছে।
তবুও ওমিক্রণ নিয়ে আশার আলো দেখছেন গবেষকরা একথা বলাই যায়। অতি দ্রুত মহামারির হাত থেকে পৃথিবী মুক্ত হতে চলেছে বলেও মত।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.