মহানগরীর ট্রামডিপোগুলো হতে চলেছে আগামীদিনের শিল্পহাব

কলকাতা (ভারত) প্রতিনিধি: মহানগরীর বন্ধ হয়ে যাওয়া ট্রামডিপোগুলোকে নতুন আঙ্গিকে গড়ে তোলা হবে শিল্পহাব হিসেবে। পশ্চিমবঙ্গ ক্ষুদ্র,ছোট ও মাঝারি শিল্প দফতরের প্রচেষ্টায় শহরের পড়েথাকা ট্রামডিপোগুলোকে বিভিন্ন প্রকারের কুটির ও হস্তশিল্পের সম্ভারে সাজিয়ে তোলা হবে।
এব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক ইচ্ছাকেই বাস্তব রূপ দিতে চলেছে কুটির শিল্প দফতর।
প্রাথমিকভাবে কালীঘাট, বেলগাছিয়া ও রাজাবাজার ট্রামডিপোগুলোকে বেছে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ট্রামডিপোগুলোকেও এর আওতায় আনা হবে বলে দফতর জানিয়েছে।
কালীঘাট ট্রামডিপোতে হতে চলেছে রসগোল্লা তথা বাংলার চারিপ্রান্তে ছড়িয়ে থাকা ঐতিহ্যবাহি মিষ্টান্নের হাব।
বেলগাছিয়া ট্রামডিপোতে হতে চলেছে স্বর্ণ হাব। বাংলার গয়না শিল্পকে নতুন আঙ্গিকে তথা বাংলার সোনার কারিগরদের বিশেষ উৎসাহ প্রদানের জন্য তৈরি হবে এই হাব।
বাংলার চিরপরিচিত তাঁত শিল্পের কথা মাথায় রেখে হতে চলেছে বস্ত্র হাব।বাংলার নকশিকাঁথা থেকে শুরু করে হরেক রকমের হারিয়ে যাওয়া বস্ত্রের সম্ভার হতে চলেছে এখানে।
সরকারি কর্তারা জানাচ্ছে, ট্রামের সংখ্যা কমে এলেও ঐতিহ্যের কথা মনে রেখে কিছু রুটে চলবে এই ট্রাম।
এছাড়াও ক্রেতা বিক্রেতাদের কথা মাথায় রেখে এখানে আধুনিক সুযোগ সুবিধা সহ পরিষেবার ব্যবস্থা থাকবে। বিদেশ থেকেও কোন ক্রেতা বা বিক্রেতারা আসলে যাতে বানিজ্যের সুযোগ সুবিধা পান সেটাও দেখা হবে। বস্তুত বাংলার কুটির ও হস্তশিল্পকে দেশ বিদেশে জনপ্রিয় করাই মূল লক্ষ্য। সেই সাথে সংশ্লিষ্ট কারিগর ও ব্যবসায়ীদের উৎসাহ প্রদানও করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.