খাদ্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ফ্রান্সের ব্যতিক্রমী উদ্যোগ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: খাদ্যপণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে ফ্রান্সের খাদ্য উৎপাদনকারী ৭৫টি বড় প্রতিষ্ঠান। জানা গেছে, দ্রব্যমূল্য বৃদ্ধির জেরেই ব্যতিক্রমী এ পদক্ষেপ ফরাসি ব্যবসায়ীদের।
শুক্রবার (৯ জুন) ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনো লি মারি নিশ্চিত করেন এ তথ্য। তিনি জানান, আগামী মাস থেকে ৭৫টি কোম্পানি তাদের কয়েক’শ পণ্যের দাম কমাবে।
মূলত, খাবারের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে সরকারের সাথে বৈঠকে এমন প্রতিশ্রুতি দেন ব্যবসায়ীরা। প্রতিশ্রুতি ভঙ্গ করলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে ম্যাকরন প্রশাসন।
প্রসঙ্গত, ফরাসিদের খাদ্যদ্রব্যের ৮০ শতাংশ উৎপাদন করে এই ৭৫টি শীর্ষ প্রতিষ্ঠান। গত সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ওপর থেকে বাধ্যতামূলক দাম কমানোর নির্দেশ দেয় হাঙ্গেরি সরকারও। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.