ক্যালিফোর্নিয়ায় ৫০ বছরের রেকর্ড ভাঙল তুষারপাত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তুষার পাতে বিপর্যস্ত জন জীবন। চলতি মাসের তুষার পাত গেল ৫০ বছরের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
এদিকে, জাপান এবং চীনও পড়েছে ভারি তুষারপাতের কবলে। রাস্তাঘাট বাড়িঘর গাছপালা ঢেকে গেছে পুরু বরফের স্তরে। বরফের চাদরে ঢেকে আছে রাস্তাঘাট ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা। রাস্তায় বরফের স্তরের কারণে ব্যাহত হচ্ছে যানচলাচল। প্রতিনিয়ত তুষারপাতের ফলে পরিচ্ছন্নকর্মীরা দিনরাত কাজ করেও লাভ হচ্ছে না খুব একটা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লেক তাহো এলাকায় দুইশো দুই দশমিক দুই ইঞ্চি পর্যন্ত বরফের স্তর রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। যা বিগত ৫০ বছরের রেকর্ড ভেঙেছে।
সবশেষ ১৯৭০ সালে ১৭৯ ইঞ্চি পর্যন্ত বরফের স্তর রেকর্ড করা হয়েছিল।
এদিকে, ভারি তুষারপাতের কবলে আরেক দেশ জাপান। বরফের পুরু স্তরে ঢেকে গেছে গোটা উপকূলীয় অঞ্চল। ভারি তুষারপাতের ফলে কয়েকটি ফ্লাইটও ইতিমধ্যে বাতিল করা হয়েছে। রাস্তাঘাট ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। ঘরবাড়ি রাস্তাঘাটে জমেছে বরফের পুরু স্তর। পরিচ্ছন্নকর্মীদের পাশাপাশি স্থানীয়রাও পরিষ্কার করছেন আশপাশের রাস্তাঘাট। অঞ্চলটিতে ১১৫সেন্টিমিটার পর্যন্ত বরফের স্তর রেকর্ড করা হয়েছে।
অন্যদিকে, চীনেও বরফের চাদরে ঢেকে আছে গাছপালা, রাস্তাঘাট। ভারি তুষারপাত, সেইসঙ্গে তাপমাত্রার পারদ নামছে নিচে। গুইলিন শহরের জিয়াউয়ান অঞ্চলে স্থানীয় সময় রোববার ভারি তুষারপাতের সঙ্গে বৃষ্টিও হয়। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার জনজীবন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.