কোরআন শরীফ উপহার পেল ৪৩ শিক্ষার্থী


নাটোর প্রতিনিধি:  নাটোরের গুরুদাসপুরে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ৪৩ শিক্ষার্থীকে কোরআন শরীফ উপহার দেয়া হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার আনন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছে ওই কোরআন শরীফ হস্তান্তর করা হয়।

বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোরআন শরীফ হস্তান্তর করেন ইউএনও মো. তমাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি প্রভাষক মো. সাজেদুর রহমান ও প্রধান শিক্ষক আত্তাব উদ্দিন প্রমূখ।

জানা যায়, বিদ্যালয়ে নিয়মিত পাঠদানের পাশাপাশি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কোরআন শিক্ষা দেয়া হচ্ছে। এজন্য বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেনের অর্থায়নে একজন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। এ বছর থেকেই এ শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে।

বিদ্যালয়ের সভাপতি গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বিটিসি নিউজকে বলেন, শিশুদের ভেতরে মানবতা ও ধর্মীয় সত্তাকে জাগ্রত রাখতেই এই আয়োজন। শিশুরা পঞ্চম শ্রেণিতে উঠলেই কোরআন শরীফ শিক্ষা দেয়া হবে। বছর শেষে সমাপনী পরীক্ষার পর তাদের হাতে একটি করে কোরআন শরীফ তুলে দেয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.