কোভিডের তান্ডবে বিপর্যস্ত খুলনা, একদিনে সর্বাধিক মৃত্যু-২২

খুলনা ব্যুরো: কোভিডের তান্ডবে বিপর্যস্ত খুলনা।মৃত্যুর গ্রাফ উর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরন করেছে ২২ জন।এটি একদিনে খুলনা মহানগরীতে সর্বাধিক মৃত্যুর রেকর্ড।
খুলনার ৪টি বিশেষায়িত হাসপাতালে প্রানঘাতি এ ভাইরাসে তাদের মৃত্যু হয়।
মারা যাওয়া ২২ জনের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৫,বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ও শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু হয়েছে।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার বিটিসি নিউজকে জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- বাগেরহাটের ফকিরহাটের সুনীল রায় (৭৫), বটিয়াঘাটার নারায়ন চন্দ্র (৮০), যশোরের ঝুমুর বেগম (৪৫),নড়াইলের এসএম বোরহান (৪৫), যশোরের কেশবপুরের সুকান্ত কুন্ডু (৫৫), সোনাডাঙ্গার ঝর্ণা বেগম (৬০), বাগেরহাটের আব্দুল হামিদ (৮৭), কেশবপুরের শরিফা (২৭) ও লবনচরার রুমানা বেগম (৭১)।  এবং হাসপাতালের ইয়েলো জোনে উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বিটিসি নিউজকে জানান, খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৫ জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- সোনাডাঙ্গার রেজাউল (৭০), তেরখাদার আকলিমা (৭৫), যশোরের পদ্মা রাণী (৬৪), বাগেরহাটের প্রভু নাথ (৫০) ও রামপালের রুহিকরণ (৬০)।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান বিটিসি নিউজকে জানান, হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় ৫ জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- মুসলমান পাড়ার নাসরিন আরা বেগম (৪৫), সোনাডাঙ্গার আব্দুল হাই (৬৭), নড়াইলের লুৎফুর রহমান (৬২),  ডুমুরিয়ার উম্মে কুলসুম (৭০) ও টুটপাড়ার নাসিমা বেগম (৪৬)।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ফোকাল পারসন ডাঃ প্রকাশ দেবনাথ বিটিসি নিউজকে জানান, করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাইকগাছার আব্দুল হালিম (৫০) ও সাতক্ষীরার  শেখ আব্দুল মজিদ (৬৫) নামের ২ রোগী মারা গেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.