কেসিসির ৩১টি সাধারণ ওয়ার্ডে বিজয়ী হলেন যেসব কাউন্সিলর

 

খুলনা ব্যুরো : কেসিসির ৩১টি সাধারণ ওয়ার্ডে আওয়ামীলীগের ১২ জন, আ’লীগের বিদ্রোহী তিনজন, বিএনপির নয়জন এবং স্বতন্ত্র প্রার্থী ছয়জন বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে অবশ্য কয়েকজন বিএনপিপন্থী হলেও দলীয় কোন্দলের কারনে তারা স্বতন্ত্র প্রার্থী হন।

একজন বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে প্রার্থী হলেও শেষ পর্যন্ত তাকে দল থেকে বহিস্কার করায় তিনিও স্বতন্ত্র প্রার্থী থাকেন। এছাড়া ৩১ নম্বর ওয়ার্ডের বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর ভোটের ব্যবধানের চেয়ে স্থগিত দু’টি কেন্দ্রের ফলাফল বেশী হওয়ায় ওই ওয়ার্ডে এখনও বিজয়ীর নাম চূড়ান্ত করে উল্লেখ করা যাচ্ছে না। মঙ্গলবার ভোট শেষে ঘোষিত ফলাফল অনুযায়ী বিজয়ী কাউন্সিলরবৃন্দ হলেন, ১ নম্বর ওয়ার্ডে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী শেখ আব্দুর রাজ্জাক(ঘুড়ি), ২ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির মো: সাইফুল ইসলাম(ঠেলাগাড়ি), ৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামীলীগের মো: আব্দুস সালাম(ঘুড়ি), ৪ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর স্বতন্ত্র প্রার্থী মো: কবির হোসেন কবু মোল্লা(ঘুড়ি), ৫ নম্বর ওয়ার্ডে আ’লীগের বিদ্রোহী প্রার্থী শেখ মোহাম্মদ আলী(ঘুড়ি), ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স(ঠেলাগাড়ি), ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির মো: সুলতান মাহামুদ পিন্টু(ঠেলাগাড়ি), ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির মো: ডালিম হাওলাদার(ঠেলাগাড়ি), ৯ নম্বর ওয়ার্ডে আ’লীগের বিদ্রোহী প্রার্থী এমডি মাহফুজুর রহমান লিটন(ঘুড়ি), ১০ নম্বর ওয়ার্ডে আ’লীগের বিদ্রোহী প্রার্থী কাজী তালাত হোসেন কাউট(ঘুড়ি), ১১ নম্বর ওয়ার্ডে আ’লীগের মুন্সী আঃ ওয়াদুদ(মিষ্টি কুমড়া), ১২ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির একাংশের মো: মনিরুজ্জামান(মিষ্টি কুমড়া), ১৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আ’লীগের এসএম খুরশিদ আহম্মেদ টোনা(ঘুড়ি), ১৪ নম্বর ওয়ার্ডে আ’লীগের শেখ মোসারাফ হোসেন(লাটিম), ১৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আ’লীগের মো: আমিনুল ইসলাম মুন্না(ঠেলাগাড়ি), ১৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর স্বতন্ত্র প্রার্থী মো: আনিছুর রহমান বিশ্বাষ(ঘুড়ি), ১৭ নম্বর ওয়ার্ডে বিএনপির মনোনয়নে নির্বাচনে অংশ নিলেও পরে দল থেকে বহিষ্কৃত বর্তমান কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ(ঘুড়ি) ১৮ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির মো: হাফিজুর রহমান মনি(মিষ্টি কুমড়া), ১৯ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির আশফাকুর রহমান কাকন(মিষ্টি কুমড়া), ২০ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির শেখ মো: গাউসুল আযম(ঘুড়ি), ২১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মো: শামসুজ্জামান মিয়া স্বপন(ঘুড়ি), ২২ নম্বর ওয়ার্ডে আ’লীগের কাজী আবুল কালাম আজাদ বিকু(ঘুড়ি), ২৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর স্বতন্ত্র প্রার্থী ইমাম হাসান চৌধুরী ময়না(ঘুড়ি), ২৪ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির মো: শমশের আলী মিন্টু(ঘুড়ি), ২৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আ’লীগের মো: আলী আকবর টিপু(ঠেলাগাড়ি), ২৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর স্বতন্ত্র প্রার্থী মো: গোলাম মাওলা শানু(টিফিন ক্যারিয়ার), ২৭ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আ’লীগের জেড, এ মাহমুদ ডন(ঠেলাগাড়ি), ২৮ নম্বর ওয়ার্ডে সাবেক কাউন্সিলর আ’লীগের আজমল আহমেদ তপন(ঠেলাগাড়ি), ২৯ নম্বর ওয়ার্ডে আ’লীগের মো: সাইফুল ইসলাম(ঘুড়ি) এবং ৩০ নম্বর ওয়ার্ডে আ’লীগের এসএম মোজাফফর রশিদী রেজা(ঠেলাগাড়ি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.