কেরানীগঞ্জে ধসে পড়ল তিন তলা ভবন, জীবিত উদ্ধার-৮ জনকে

কেরাণীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার চড়াইল খেলার মাঠ এলাকায় তিন তলা ১ টি ভবন ধসে পড়েছে। আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৮টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। এসময় ভবনে থাকা ৮ জন বাসিন্দা আটকা পড়েন। এরপর সাড়ে ৯টায় কেরানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে জীবিত অবস্থায় ওই ৮ জনকে উদ্ধার করেছে।
ওই ভবন মালিকের নাম ইলোন। পাশে আরও ২টি ভবন ঝুঁকিপূর্ণ রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিসের অফিস ইনচার্জ ফারুক আহমেদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ঝিলের পানির মধ্যে কোনপ্রকার পাইলিং ছাড়াই অপরিকল্পিতভাবে একতলা ভবন তৈরীর ১ বছর পর ওই ঝুঁকিপূর্ণ ভবনটি তিন তলা ভবনে রূপান্তর করা হয়। ৬টি পরিবার বসবাস করে আসছিলো সেখানে। ভবনের নিচে পানি ও ঝিল থাকায় নির্মিত ভবনটি ধসে পানিতে পড়ে যায়।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, কেরানীগঞ্জের বেশীরভাগ ভবন রাজউকের অনুমিত না নিয়ে তৈরী করছে। আর এ কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কেরাণীগঞ্জ প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.