কৃষকের ধান কেটে দিলেন নাটোরের ডিসি

নাটোর প্রতিনিধি: চলনবিলের কৃষকদের উৎসাহিত করতে নিজেই কাঁচি নিয়ে ধান কাটতে নামলেন নাটোরের জেলা প্রশাসক মো: শাহরিয়াজ। এসময় জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক সুব্রত সরকারও তার সাথে ধান কাটেন।

আজ বুধবার দুপুরে দেশের খাদ্য ভান্ডার হিসেবে পরিচিত চলনবিলে বোরো ধান কাটা নিয়ে পরদর্শনে যান নাটোরের জেলা প্রশাসক মো: শাহরিয়াজ। এসময় সরকারের ভূর্তকি মূল্যে ক্রয় করা কম্বাইন হারভেস্টার দিয়ে কৃষকের ধান কাটা পরিদর্শণ করেন তিনি।

পরিদর্শন শেষে নিজেই কাঁচি নিয়ে ধান কাটতে নামে জেলা প্রশাসক। এসময় কৃষি বিভাগের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বানু, সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম, নেজারত ডেপুটি কালেক্টরেট জাকির মুন্সী।

নাটোর জেলা কৃষি বিভাগের উপ-পরিচালত সুব্রত কুমার সরকার বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, শ্রমিক সংকট মেটানোর জন্য সরকারী ভূর্তকি মূল্যে ১৭টি কম্বাইন হারভেস্টার এবং রিপার মেশিন বিতরণ করা হয়েছে। এসব আধুনিক প্রযুক্তির মেশিন দিয়ে অন্তত ১০ থেকে ১২শতাংশ ধান কাটা সম্ভব হবে। চলনবিলে শ্রমিক সংকট মেটানোর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। দলে দলে শ্রমিকরাও আসতে শুরু করেছে। আশা করছি সময়মত ধান ঘরে তোলা সম্ভব হবে।

এসময় জেলা প্রশাসক মো: শাহরিয়াজ বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, চলনবিলের কৃষকদের ধান ঘরে তুলতে ৩জেলার জেলা প্রশাসক এবং কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে শ্রমিকদের চলনবিলে আনার ব্যবস্থা করা হয়েছে। সে সব শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করে তাদের ধান কাটতে দেয়া হচ্ছে। আমরা আশা করছি সময়মতো চলনবিলের কৃষকরা তাদের ধান ঘরে তুলতে পারবে।

এই বছর নাটোর জেলায়ং ৫৭হাজার ৭০হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। এরমধ্যে সিংড়া উপজেলার চলনবিলে ৩৬হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.