কুড়িগ্রামে করোনা উপসর্গ থাকায় দুই জনের নমুনা সংগ্রহ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে করোনা উপসর্গ থাকায় দুই জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। এদের একজনের বাড়ী কুড়িগ্রাম সদর উপজেলার পৌর এলাকায় অপরজন রাজারহাট উপজেলায়। এরা দুজনই গত সপ্তাহে ঢাকা থেকে জ্বর, সর্দ্দি ও মাথা ব্যাথা নিয়ে বাড়ীতে ফিরে আসেন।

স্বাস্থ্য বিভাগ জানায় তাদের শরীরে প্রাথমিক উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তাদের পরিবারের সকল সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নমুনার ফলাফল অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা জানান স্বাস্থ্য বিভাগ।

ঢাকা ফেরত ঐ দুই জন জ্বর, সর্দ্দি ও মাথা ব্যাথা নিয়ে বাড়ীতে ফিরলে এলাকাবাসী স্বাস্থ্য বিভাগকে খবর দেয়। পরে স্বাস্থ্য বিভাগের কর্মীরা তাদের বাড়ীতে গিয়ে নমুনা সংগ্রহ করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.