কুমিল্লার এক মামলায় খালেদার ৬ মাসের জামিন

 

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে দায়ের করা হত্যা মামলায় আজ বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোট। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদার পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী। তাদের সঙ্গে ছিলেন এ কে এম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আলী আকবর গত ৪ ফেব্রুয়ারি খালেদার জামিন আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ঠিক করে দেন। এরপর খালেদার আইনজীবীরা হাইকোর্টে আসেন।

২০১৫ সালের শুরুর দিকে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে দুষ্কৃতকারীদের ছোড়া পেট্রলবোমায় আইকন পরিবহনের একটি বাসের কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন ২০ জন।

ওই ঘটনায় কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় এ হত্যা মামলা করা হয়। পরে এ মামলায় খালেদা জিয়াকে আসামি দেখানো হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.