কুমিল্লায় করোনাজয়ী ১০ পুলিশ সদস্য’কে ফুল দিয়ে স্বাগত জানান মানবিক পুলিশ সুপার 

বিশেষ প্রতিনিধি: কুমিল্লায় জেলা ১০ জন পুলিশের সদস্য ও ১ জন বিশেষ আনসার সদস্য করোনায় আক্রান্ত হয়ে ছিলেন। তবে সঠিক নিয়ম মেনে চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে উঠলেন। আজ মঙ্গলবার (০২ জুন) সকালে নিজের কার্যালয়ে কুমিল্লার সুযোগ্য পুলিশ সুপার, সৈয়দ নুরুল ইসলাম সুস্থ হয়ে উঠা পুলিশ ও আনসার সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে সুস্থ্য হয়ে উঠা করোনাজয়ী পুলিশ সদস্যরা জনগনের সেবায় আবারো কাজে ফিরেন।

কুমিল্লা জেলা পুলিশসূত্রে জানা যায়, কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে ১০ জন পুলিশ সদস্য ও ১ জন আনসার সদস্য (কোভিড-১৯) করোনায় আক্রান্ত হন। পরে জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম এর সার্বিক মনিটরিংরের পাশাপাশি ও উন্নত চিকিৎসার কারনে আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠেন। চিকিৎসাধীন অবস্থায় পর পর তিনবার পরীক্ষায় পুলিশ ও আনসার সদস্যদের রিপোর্ট নেগেটিভ আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সুস্থ ঘোষণা করেন। পুলিশ সদস্যরা ফিরে পান স্বাভাবিক জীবন।

করোনাজয়ী সুস্থ হয়ে উঠা পুলিশ সদস্যরা হলেন যথাক্রমে, বরুড়া থানার এসআই বিকাশ চন্দ্র ঘোষ, দেবিদ্বার থানার কনস্টেবল মোঃ তানভীর পাটোয়ারী, অহিদ ইসলাম, মোঃ কামাল হোসেন, মোঃ আলাউদ্দিন, রহিজ উদ্দিন, আবু তাহের, গিয়াস উদ্দিন, আবদুর রশিদ, মিজানুর রহমান। এছাড়াও দেবিদ্বার থানার বিশেষ আনসার সদস্য হলেন, সমের আলী।

এ বিষয়ে কুমিল্লা জেলার ৬০ লক্ষ মানুষের আস্থার প্রতীক মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত, সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম গণমাধ্যম কর্মীদের বলেন, কুমিল্লা জেলায় ২৮ জন পুলিশ সদস্য আক্রান্ত।

তাদের মধ্যে ১০ জন করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে উঠেন। দেশের কল্যানে মানুষের সেবা করার জন্য স্ব স্ব কর্মস্থলে ফিরছেন। তাদেরকে উৎসাহ দিতেই করোনাজয়ী পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি বিশ্বাস  করি আগের মতই করোনাজয়ী পুলিশ সদস্যরা মানুষের সেবায় নিয়োজিত থাকবে। তাদের কারনেই দেশের সেবায় পুলিশের অতীত ইতিহাস অনেক গৌরবের। সে ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাল্লাহ।

এ সময় সামাজিক দুরত্ব বজায় রেখে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, মোহাম্মদ শাখাওয়াৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম উল-আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমনসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.