কিছু কুলাঙ্গার রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে : আইজিপি

ঢাকা প্রতিনিধি: যে কুলাঙ্গারগুলো দেশের বা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে তারা পরগাছা, এগুলোর দরকার নেই আমাদের এ দেশে। ওই কুলাঙ্গারগুলো বেহায়া-নিলজ্জ। অথচ, ‘আমাদের অব্যহত উন্নয়নের গতি বলে দিচ্ছে আগামী ১০-১৫ পরে বাংলাদেশ গ্লোবাল লেভেলে রাজত্ব করবে। আমেরিকায় শিক্ষার্থী পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ দ্বিতীয় তম। যা আমেরিকান অ্যাম্বাসেডর নিজেই বলেছেন।’
আজ সোমবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ সার্ভিস ফাউন্ডেশনের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জঙ্গীবাদকে না বলে, শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধের শিক্ষা নিতে হবে বলে জানান আইজিপি।
শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে আইজিপি বলেন, যথাযথ ধর্মীয় রীতি নীতি ও অনুশাসন মেনে চলতে হবে। তাহলেই জঙ্গিবাদ থেকে মুক্ত থাকা যাবে।
বেনজীর আহমেদ বলেন, ‘ঘটনা বহুল মার্চ, এ মাসেই বাঙ্গালী জাতির মহানায়ক এ মাসেই জন্মগ্রহণ করেন, এমাসেই হাজার বছরের শৃঙ্গল ভেঙ্গে স্বাধীনতা লাভ করে।’
তিনি বলেন, ‘আমাদের জাতির ভবিষ্যত তোমরাই। তোমরা ভাগ্যবান তোমরা স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছো।’
আইজিপি বলেন, ‘চার পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থেকে দারিদ্রতা বিদায় নিবে। দারিদ্র যে কত ভয়ানক তা যারা না দেখছে তারা বিশ্বাস করবে না। অর্ধাহারে, অনাহারের কি জীবন তা না দেখলে বিশ্বাস হবে না। এক সময় এই বস্তিবাসী ডাস্টবিন থেকে খাবার টোকাইয়ে খেতো। এগুলো এখন নেই।’
তিনি বলেন, ‘গত ১২ বছরে বাংলাদেশে যুগান্তকারী পরিবর্তন হয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন। গত ১২ বছরে শিক্ষায় বেশী বরাদ্দ হয়েছে। শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ানো হচ্ছে। বই ফ্রি পাচ্ছে। আমরা বই পেতাম তিন চার মাস পর। এখন এই পরিস্থিতি নেই।’
তিনি বলেন, ‘এখন আমাদের শিক্ষার্থীরা বিদেশে পড়তে গেলে পড়া শেষ করে দেশে চলে আসে। কারণ বাংলাদেশ এখন অমিত সম্ভাবনার দেশ।’
মানবিক গুনাবলী থাকতে হবে উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জঙ্গিবাদ থেকে দূরে থাকতে হবে। এজন্য তোমার ইসলামকে জানতে হবে। অনেক বই রয়েছে, সেগুলো পড়তে হবে। তবে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দুলাইন নিয়ে নয়। ইংরেজিসহ বিভিন্ন ভাষায় ধর্মীয় গ্রন্থ পাওয়া যায় সেগুলো পড়তে হবে।’
তিনি বলেন, ‘জঙ্গিবাদ হলো ইসলামের শত্রু। এদের হাতে মুসলিম খুন হয়েছে, রক্তাক্ত হয়েছে। তারা ইসলামের ক্ষতি করেছে।
আইজিপি বলেন, ‘তবে সচেতনভাবেই ধর্মীয় মূল্যবোধের শিক্ষা নিতেই হবে।’
যৌথ পরিবার ভেঙ্গে যাওয়াতে শিশুদের একাকীত্ব বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের যৌথ পরিবারগুলো ভেঙ্গে গেছে, কারণ আমাদের অর্থনৈতিক কারণ। যৌথ পরিবারের একটা সুবিধা ছিল এখানে মুরব্বিদের কাছ থেকে অনেক কাউন্সিলিং পেতে শিশুরা। এটা এখন হয় না। ’
তিনি বলেন, ‘ধর্মীয় চর্চা, রীতি নীতি অনুশাসন আমাদের মানতে হবে বলেও তিনি শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে বলেন, তুমি এই জাতির গর্ব হও, মাদক থেকে দূরে থাকো। তোমার ভেতরে আত্মমর্যাদা থাকতে হবে, বাংলাদেশের নাগরিক হিসেবে তোমার অহংকার থাকতে হবে। দেশের অতীত ইতিহাস শ্রদ্ধা জানাতে হবে। বাংলাদেশ জাতি হিসেবে অহংকার করার অনেক কিছু আছে। আর যদি মর্যাদাবোধ না থাকে তাহলে দেশের বাইরে গিয়ে অপপ্রচার চালাবে। কুলঙ্গরার এগুলো করে। তারা দেশের বিরুদ্ধে কথাবর্তা বলে, এ দিয়ে তারা কি অর্জন করতে চায় তা আল্লাহ জানে। তারা নোংরা কথা বলে, কুরুচি কথাবার্তা বলে। তাদের বাংলাদেশি হিসেবে কোন ইজ্জত নেই। তারা হলো পরগাছা তাদের কোন ইজ্জত নেই।’
তিনি বলেন, ‘বাংলাদেশ প্রতিদিন কোন না কোন কিছু অর্জন করে, আমরা একটি প্রেস্টিজিয়াস দেশ। এই গার্ড নিয়ে আমাদের চলতে হবে। স্বাধীনতার সুবর্ন জয়ন্তী পালন হবে, পাঁচটি দেশের প্রধান আসবেন। ওইদিন বিশেষ কাজ না থাকলে বের না হওয়ার অনুরোধ ডিএমপি করেছেন। তারা আমাদের মেহমান। আগামী দশদিন সবাই সহযোগিতা করবেন। এই সময় সভা সমাবেশ না করার জন্য অনুরোধ করেছি। প্রয়োজন না হলে চলাচল না করার অনুরোধ করবো নগরবাসীদের। যারা আসবন তাদের আমরা সম্মানের সঙ্গে স্বাগত জানাবো।’
আইজিপি বলেন, ‘আমি আমার সন্তানদের দিয়ে বুঝি সে কত একাকীত্ব বোধ করে। কিন্তু যদি যৌথ পরিবার থাকতো তাহলে তার দাদা দাদি, নানা নানী কাজিন চাচা চাচি থাকতো। তাহলে তাদের সঙ্গ পেতো সে।’
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সহ সভাপতি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান ডিআইজি মাহবুবর রহমান। তিনি বলেন, “এই বৃত্তি বা স্বীকৃতি শিক্ষার্থীদের ভবিষ্যতে উৎসাহ প্রদান করবে
অতিরিক্ত আইজিপি (এডমিন ও অপস) ড. মঈনুর রহম চৌধুরী শিক্ণার্থীদের উদ্দেশ্যে বলেন, ” আমরা এক বিশ্বাস ঘাতক জাতি, বঙ্গবন্ধু যারর একক বধন্যতায় আমরা স্বাধীন হলাম, তাকে হত্যা করা হলো, কী অপরাধ ছিল তার! এগুলো ভাবদে হবে। এগুলো বলার উদ্দেশ্য হলো জাতীয় সত্বাটা জানা দরকার।”
যদি সঠিক ইতিহাস জানতে ব্যর্থ হই তাহলে আমাদের রাস্তায় ঘুরতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, “আজকে ৫০ বছর পরও বঙ্গবন্ধিকে নিয়ে কটোক্তি করে। বাবা মা যেমন ভূমিকা বাংলাদেশ সৃষ্টিতে সেরকম ভূমিকা বঙ্গবন্ধুর। এই জাতি স্বত্বাকে অস্বীকার করলে পরিবার থাকে না, জাতি থাকে না। সত্য জিনিনটা সবাইকে জানতে হবে।” অনিষ্ঠানে ডিএমপির অতিরক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অপস) কৃষ্ণ পদ রায় বলেন, “বিভিন্ন ক্যাটাগরিতে বিগত কয়েক বছ্ ধরে মেধাবীদের শিক্ষা বৃত্তি দিয়ে আসছে। এবছর ১১৩ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। “
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

 

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.