কাল বৈশাখীর ঝড়ে উড়ে গেলো বিদ্যালয়ের চাল

নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের আলিপুর দাখিল মাদ্রাসার অফিস কক্ষ ও টিনের চালা উড়ে গিয়ে পাঠ্যপুস্তক ও গুররুত্বপূর্ণ কাগজপত্র অবকাঠামোর ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
আজ মঙ্গলবার (১১ মে) সকালে বয়ে যাওয়া কাল বৈশাখীর ঝড়ে এ ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মাদ্রাসার সুপার কাজী মো: আশরাফুল ইসলাম জানান, অত্র মাদ্রাসাটি ১টি রুমে মাদ্রাসার অফিস কক্ষ ও ২টি রুমে সপ্তম ও অষ্টম শ্রেণির শ্রেণির কক্ষে হিসাবে ব্যবহার হতো।
আজ মঙ্গলবার সকালে হঠাৎ বয়ে যাওয়া কাল বৈশাখি ঝড়ে মাদ্রাসার ৩টি কক্ষের টিনের চালা উড়ে যায়। এতে আনুমানিক ২লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। মাদ্রাসাটি দ্রুত মেরামত করা দরকার। প্রতিষ্ঠানটিতে নিজস্ব কোন টাকা নেই তাই সরকারী সহায়তা প্রয়োজন।
এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বিটিসি নিউজকে বলেন, খোঁজ নিয়ে প্রতিষ্ঠানটিতে সরকারী সহায়তা দেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.