কালীগঞ্জে সিঙ্গেল গ্রুপের প্রেম বিরোধী বি’ক্ষোভ মিছিল!

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার লক্ষীটারী সিঙ্গেল গ্রুপ মানব বন্ধন ও বি’ক্ষোভ করেছে। আজ শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) বিকেলে এ মানববন্ধন ও বি’ক্ষোভ করেন তারা।
কালীগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় যুবকরা বি’ক্ষোভে অংশ গ্রহণ করে। “এক বড় না দুই বড়, সিঙ্গেলদের মন বড়। ধরি ধরি ধরি না, ধরলে মোরা ছাড়ি না।
কেউ পাবে কেউ পাবে না,তা হবে না-“তা হবে না। কালীগঞ্জের মাটি সিঙ্গেলদের ঘাঁটি” সহ নানা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে।
সিঙ্গেল শিক্ষার্থী আব্দুর রহিম রাজন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, প্রেমের নামে অ’সামাজিক কার্যক্রমে সমাজকে নষ্ট করে ফেলছে। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস।
একজন একাধিক প্রেম করে, আবার কেউ প্রেম করার সঙ্গী পায় না। সকল বিনোদন কেন্দ্রে কাপলদের প্রবেশ বন্ধ করা হউক। প্রেম করতে গিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে যায়, পরে মেয়েরা অপবাদ দেয় ধর্ষনের।
বিক্ষোভ শেষে সমাবেশে সংগঠনের  নতুন কর্মসূচী ঘোষণা করে সদস্যরা বলেন, ১৪ ফেব্রুয়ারি কালীগঞ্জের সকল গুরুত্বপূর্ণ স্থানে লক্ষীটারী সিঙ্গেল গ্রুপের সদস্যরা অবস্থান করবে। যদি কোন কাপল দেখা যায়, তাদের বি’রুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.